—————————————
আমার কবিতা
————— সুপ্রিয়া চৌধুরী

বললে আমায়, কবিতা লিখো
কবিগুরুর নামে-
প্রকাশিত হবে এবার
পূজোর ম্যাগাজিনে।

বসে গেলাম চেয়ার, টেবিল
কাগজ, কলম নিয়ে-
ভাবছি এবার, -কি যে লিখি
শুরু করি কি দিয়ে !

আঁকিবুকি চলছে শুধু
কলমে, কাগজে-
আঁকছি ছবি, কষছি অংক,
ছন্দ আসছে না যে !

বললে এসে, এত কি ভাবছো,
দুটো দিন আছে হাতে,
একদিন তো প্রায় ফুরোলো
কি হবে কাল প্রাতে !

যখন তখন কত কিছু লিখি
ভালো কি মন্দ জানিনা-
কত চেষ্টা করে ও আজ
মাথায় কিছুই তো এলো না !

বললে,- খুব তো শুনি নিজেকে তুমি
ছন্দ পাগল বলো ?
দুদিন ধরে অনেক চেষ্টায়
কিছু কি নতুন বেরোলো ?

অনেক হয়েছে,- ছাড়ো এবার
কবি হবার ব্যর্থ বাসনা
কি করে বোঝাই, ছন্দ আমার
জোর করে এভাবে আসেনা !

জানি আমি, -এ ছন্দ নয়,-কবিতা ও নয়
শুধু মনের অভিব্যক্তি-
ভালবেসে তাকে গ্রহণ করে নিও
এটাই পরম প্রাপ্তি।
——————————