বাঁচাও  এ পরিবেশ
————————
         সুপ্রিয়া চৌধুরী
          —————-
সবুজ পৃথিবী কালো কেন আজ
তোমার অত্যাচারে ?
তুমি দেখোনি যুদ্ধ, প্রলয়, মহামারী
তবু কেন আছো চুপ করে?


আর কতটুকু পীড়া ? কতটুকু আর ?
দেবে এ ধরিত্রীরে?
তুমি নাকি তাঁর সন্তান ?
ডাকো নাকি মা বলে তাঁরে ?


এই তো সেদিন, ভুলে গেলে বুঝি !
মরণের মুখে কোটি কোটি প্রাণের
দেখলে জলাঞ্জলি !
এর প্রতিরোধে কি করেছো তুমি ?
শুনেছি মিথ্যে প্রতিজ্ঞা কেবলি !


আর নয়, আর নয়, হে অ-মানুষ !
এবার তো আঁখি খোলো !
প্রকৃতি, পরিবেশ, এ যে একান্ত আপন,
একে বাঁচাই সবাই চলো !
__________________________