“বসুধৈব কুটুম্বকম”
————————
         সুপ্রিয়া চৌধুরী
         ——————-
রাজধানীতে আজ সাজো সাজো রব-
দিল্লী সেজেছে নববধূ  রূপে
জি ২০ র শীর্ষ সভায়
দেশ বিদেশের
রাষ্ট্রনেতাদের করতে আমন্ত্রণ।
এই সম্মেলনে সভাপতিত্বের সুযোগ
ভারতে কে দিলো এক গৌরাবান্বিত মুহুর্ত,—     জগতসভায় আবার শ্রেষ্ঠ আসন।


সমগ্র বিশ্বের দরবারে ভারতের অনুভূতির প্রকাশ
‘থিম’ ও ‘লোগো’ র মাধ্যমে।
লোগোতে রয়েছে জাতীয় পুষ্প পদ্ম,
যা জন্মায় পাকে কিন্তু পাক্ লাগে না গায়ে।
এই পবিত্র পদ্ম ফুল
জ্ঞান ও সমৃদ্ধির দেবীর আসন।
তার সাতটি পাপড়ি সাত মহাদেশের প্রতীক।
এই সাতটি পাপড়ির মাধুর্য্য হৃদয়ে জাগাবে
সাতসুরে বাঁধা আবেগের স্রোতধারা,
যার মূর্ছনার অনুরণনে ছুঁয়ে নেবো আমরা
বিশ্ববাসীর হৃদয়।
সার্থক হোক্ এ মহান সমন্বয় !
তাই তো থিম - “বসুধৈব কুটুম্বকম”
সমগ্র বিশ্বই আমার পরিবার !
“এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ”।


শূণ্য থেকে যাত্রা শুরু করে
পূর্ণতার উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার
এই শক্তি, আগ্রহ, প্রচেষ্টাকে
ভারতবাসীর সেলাম।
মতানৈক্য হতেই পারে….,
আজ নাই বা হলো বেশী কিছু বলা,
খুলবো না আজ সমালোচনার দলিল,
গাইবো শুধু দেশপ্রেমের গান-
শুধু খুশী টুকুই হৃদয় ভরে নেবো-
কাছে যাওয়ার নেই যে অবসর
দূর থেকেই বলবো নাহয়-
“অতিথি দেব ভব” !!
————————————-