বিদায়ী বসন্তের অঙ্গীকার
——————————-
                 সুপ্রিয়া চৌধুরী
                   ——————
চৈত্র শেষের শেষ বেলায়
  ‘ঋতুরাজে’র  বিদায়।
যাবার আগে,—
বসন্ত রাগের উন্মাদনায়,-
সে, -ফুলে-ফুলে ছড়িয়েছে
আবীরের ছটা,-
সুর, তাল, লয়ের সমন্বয়ে
মিশেছে খুশীর মেজাজ ,
প্রেমের জোয়ারে সব ভাসিয়ে দিয়ে
নতুন দিন কে জানায় স্বাগতম্।


দিকে দিকে বেজে ওঠে শঙ্খধ্বনি,
হবে,— বর্ষ বরণ।
বিদায়ী বসন্ত-বাহারের শেষ মুর্ছনায়
ঝংকৃত হবে
বৈশাখী দীপক রাগের শুভারম্ভ।


সহস্র প্রদীপের প্রজ্জ্বলনে
আকাশ বাতাস মুখরিত।
সেই পবিত্র প্রদীপ শিখা,
প্রতিটি মানুষের অন্তরে,
জাগাবে প্রেম, প্রীতি, ভালবাসা,—
  — ব্যথাতুর জীবন হবে ইতিহাস।
বর্ষবরণের শুভলগ্নে,-
বিদায়ী বসন্তের এটাই অঙ্গীকার।
——————————————-