বিশ্ব কবি
————
       সুপ্রিয়া চৌধুরী
         ——————
এই বিশাল বিস্তৃতির মাঝে তোমার আসন,
অন্তহীন তোমার সাহিত্য সাম্রাজ্যে,
সীমা ই যেখানে অসীম,—একের পর এক প্রজন্ম,
তোমার অমৃত বাণীর বহমান ধারায় সুর মিলিয়ে
তোমার সৃষ্টিকে করেছে চির নবীন।


আনমনে ভাবি আমি, তুমি কি সাহিত্যের স্রষ্টা ?
না কি,-  সৃষ্টি সাহিত্যের ?
এ কঠিন রহস্যভেদ করা, আমার সাধ্যি নেই,-
তুমি যে রয়েছো শয়নে স্বপনে দিবা জাগরণে,
সকলের প্রাণের পরে !
চিরন্তন সত্য এ যে,
তুমি ছাড়া বাঙালী, কিংবা বাঙলা ভাষা,
পঙ্গু চিরদিনের।


শুধু বাঙালী বলে ই বা গণ্ডী কিসের,
তুমি তো বিশ্বকবি,—
মানব জীবনের যেকোনো ক্ষেত্র,
যে কোনো ভাব, যে কোনো চিন্তা,
শুরু যদি হয় তোমার ভাষায়,
তোমাতেই সমাপ্তি।
তোমার অমৃত স্পর্শে গর্বিত মোরা,
হে মানব !  বন্দনা করো এই মহাপুরুষের,
করজোড়ে করো স্তুতি।
——————————————-