বন্দিনী কবিতা
—————-
       সুপ্রিয়া চৌধুরী
      —————-
বন্দিনী তুমি কবির ভাষায়
কখনো মখমল মোলায়েম আস্তরণে ঢাকা,
কখনো বা বাস্তবতার নগ্নদৃশ্যে লজ্জিতা,
তুমি কুন্ঠিতা-
প্রতিবাদের শব্দে জাগাও রন্ধ্রে রন্ধ্রে চেতনা বাণী-
তুমি কবিতা—
মধুর তানে কখনো শোনাও অমর প্রেমের কাহিনী ।


ভাবের অলঙ্কারে সজ্জিতা তুমি
অদৃশ্যমান ছায়া-
তোমার ইচ্ছে হয় না মনে ?
কখনো বন্ধনহীন আকাশে মুক্ত বিহঙ্গের
মতো উড়ে যেতে,
সব লাঞ্ছনা, যন্ত্রণা অতিক্রম করে
অজানা মুক্তির সন্ধানে ?


না ! —ছেড়ে যেও না বন্ধু !
খুঁজে নিয়ো না, তোমার আলাদা সত্তা,-
--অনুরোধ এটাই শুধু ।
কথা দাও,-কবিতা ! তুমি রবে সাক্ষী, যত
আশা আনন্দ দুঃখ বেদনায় ।
এই অগুনতি মানুষের মনের গহনে
রবে তুমি চিরকাল -
হবে প্রকাশিত তার ভাবনার আঙিনায়।
——————————————