দ্রৌপদীর আর্তনাদ
—————-
     সুপ্রিয়া চৌধুরী
      ————-
উচৈঃস্বরে বলো তুমি নারী——
সয়েছি তোমাদের বহু জারিজুরি
হতে পারি ক্ষুদ্র, দীনদরিদ্র
তবু চুপ্পি ভাঙতে পারি।


এ কেমন রাজ ? ধিক্কারি আজ !
মানুষের বেশে পাশবিক কাজ -
ক্ষমতার লোভে বেদখল
সব জমি-জমা ঘর-বাড়ী।


মানুষ তো নয়, এরা শয়তান
অসহায় মোরা, কে বাঁচাবে প্রাণ  ?
দুর্যোধনের মতই এরা
সম্মান নিয়েছে কাড়ি।


ঘরে ঘরে আজ শত দ্রৌপদী
কাতর কণ্ঠে করিছে বিনতি
হে কৃষ্ণ আহ্বানে, দেখা দাও প্রভু !
যেওনা মোদের ছাড়ি।


আর দূরে নেই কুরুক্ষেত্র
রণভেরী হাতে শত্রু মিত্র
মহাপ্রলয়ের বাজিয়ে শঙ্খ
সে পথেই  দিই পাড়ি।
—————————