দীপান্বিতার জ্বালাও আলো
——————————
        সুপ্রিয়া চৌধুরী
        —————-
দীপান্বিতায় সাজিয়েছো আলো দিকে দিকে আজ
ঘোচাবে আঁধার ঘরের আঙিনাতে
দেখেছো অদূরে আঁধারের কোলে ছোটো শিশু নিয়ে
কত লোক বসে পাশেই ফুটপাতে ?


খাওয়া নেই, নেই শীতের পোষাক, কোলের শিশুটি
চায় না আলো, -ক্ষিদের জ্বালায় কাঁদে।
শিশুর ক্ষিদে বোঝেনা সময়, দিন নাকি রাত,
বাজির খেলায় যখন সবাই  মাতে ।


চাই কি এমন আলোক সজ্জা যেখানে এখনো
ক্ষিদের জ্বালায় কেউ বা কাহারা কাঁদে ?
দোঁহাই তোমার, জ্বালাও সেথায় সহানুভূতির
একটুকু আলো সূর্য্য ডোবার সাথে।


দীপান্বিতার আলোর প্রতীক আঁধারের ‘পর
আলোর বিজয়, অজ্ঞতার ‘পর জ্ঞানের !
কেন নয় তবে সে পথেই শুধু এগিয়ে চলা
যা’তে দূর হবে সকল আঁধার মনের ?


আজ আমাদের প্রতিজ্ঞা হোক অসত্য হতে
সত্যের পথে আঁধার হতে আলোয়
মৃত্যু হতে অমৃতের পথে জ্ঞানের আলোয়
আলোকিত হয়ে উঠুক সকল আলয়।


একটি শিশুর মুখের হাসিতে দীপান্বিতায়
ম্লান হবে যত কৃত্রিমতার আলো,
জ্বালিয়ে এবার মনের আলো ঘোচাও আঁধার,
ঘোচাও যত অমাবস্যার কালো।
————————————————-
এই কবিতাটা রাত ১২.৩০ এ (সম্ভবত) পোষ্ট করেছিলাম। সম্পাদনা করতে গিয়ে অজান্তে ডিলিট করে দিয়েছি। অত্যন্ত দুঃখিত। আবার পোষ্ট করলাম। সম্মানিত কবিদের মূল্যবান মন্তব্য গুলো ফিরে পাবো কি ?