এখন সময়
————-
        সুপ্রিয়া চৌধুরী
        ——————
মরে গেলে নয়,
এখন সময়,- বলো তারে ভালবাসো,
পরে বলে কি হবে ? আফসোস্ ছাড়া ?
অহংকারের মুখোশ টা আজ নাশো !


মরে গেলে নয়,
এখন সময়,- ক্ষমা চাও তার কাছে !
অভিমানে যদি চলে যায় দূরে ?
ডেকে নাও তারে, ভালবাসিবারে,-
আপন কে আর আছে ?


মরে গেলে নয়,
এখন সময়,- একটু তারিফ করে-
দেখো তারপর প্রেমের আঁচলে
বেঁধে রাখে সে যে, কত না সমাদরে।


মরে গেলে নয়,
এখন সময়, - একটু সহানুভূতি-
এর চেয়ে বেশী চায় না কিছুই !
হৃদয়ে প্রেমের স্মৃতি।


মরে গেলে নয়,
এখন সময়, - ধরো তার দুটি হাত !
যে হাত ধরে বলেছিলে তারে
দেবে সারা জীবনের সাথ ।


মরে গেলে নয়,
আসবে সময়, চলেই তো যেতে হবে !
ভাবো একবার, অমর কে আছে ভবে ?
নেই জানা নেই-
কে যায় আগে, কে বা যায় কিছু পরে,-
যতদিন আছো একসাথে থাকো
একে অন্যের তরে ।
—————————-