এসো নব রূপে
   ———————
          সুপ্রিয়া চৌধুরী
          —————-
সর্বংসহা মহীয়সী তুমি
            নানা রূপে তুমি ধন্যা
জননী ভগিনী জায়া কন্যা
            বান্ধবী, তুমি অনন্যা।


কর্মক্ষেত্রে তুমি দশভুজা
            ভালবাসায় আশাপূর্ণা
ঘরে ঘরে শান্তিস্বরূপিণী রূপে
                  তুমিই অন্নপূর্ণা।


নতুন প্রজন্মের জন্মদাত্রী
                 স্নেহময়ী মা জননী
পীড়িত উদ্ধারে জগদ্ধাত্রী
             তুমিই মোহময়ী রমণী।


মহামায়ার অংশ তুমি
               আদ্যাশক্তির আধার
তুমি আছো তাই চলমান
            এই বিশ্ব জগত সংসার ।


তবুও কেন হও বারে বারে তুমি
                 নির্যাতনের শিকার ?
কেন মেনে নাও এত নিপীড়ন
                  অন্যায় অত্যাচার ?


নও তুমি কোনো পণ্য সামগ্রী
                নও কাহারো ভোগ্য,
তোমায় যে  করে অবহেলা
          সে নয় যে তোমার যোগ্য  !


জাগো জাগো নারী আর কতদিন
           জাগাও তোমার ত্রিনয়ন !
অন্যায় অবিচার অনেক সয়েছো
            শুরু হোক্ তাই মহারণ !
        
অসুর দমনে অশিব নাশে
                 এসো নব রূপে দূর্গা
খড়্গধারিণী কালী
               তুমি তারা চণ্ডী চামুণ্ডা ।


মৃন্ময়ী রূপে পূজ্য কেন শুধু
                     পুষ্প চন্দন ধূপে ?
সময় এসেছে পূজিতে তোমায়
                    নারী চিন্ময়ী রূপে।
—————————————-