এটাই কি অনুভূতি
——————-
      সুপ্রিয়া চৌধুরী
      —————-
মনের এলোমেলো ভাবনা গুলো
যখন উড়ে এসে বসে কবিতার পাতায়-
দুঃখ-বেদনা-ভালবাসা-প্রেম সব মিলেমিশে
এক হয়ে যায় সৃষ্টির অপূর্ব বারতায়।
প্রসারিত পাখায় সে ধরতে চায় অনন্ত আকাশ ।
অসীম আকাশের সহস্র কিরণে,-
আলোর বিচ্ছুরণে নিজেকে সাজিয়ে নিয়ে,
কত শত মন কে রাঙিয়ে তোলে আপন মহিমায়।
ঝর্ণার মতো সে রেখে যায় পদচিহ্ন
মানুষের মনের গভীরে তার সাবলীল বহমান ধারায় !
শব্দ বর্ণালীর সেই মোহময় মায়াজালে মানুষ হয়         স্বপ্নাবিষ্ট !!  বিভোর !!
শুধু রেশ টুকু রয়ে যায়,-বহুকাল !
কখনো বা হয়ে যায় স্মৃতি !
— এটাই কি অনুভূতি ??
———————————