গরমের সাইড এফেক্ট
————————-
      সুপ্রিয়া চৌধুরী
      ——————
গরমের এই কষ্ট !

কাজকর্ম সব নষ্ট ।

ভাল্লাগে না কর্ম,

গরমে গলদঘর্ম ।
চালাও এবার এ. সি.,
গরম বড্ড বেশী।
আজ কি খাওয়া হবে ?
ওসব পরে ভাবা যাবে !
করবে কে আজ রান্না ?
শুনেই পায় কান্না !
রান্না হবে কি ?
পান্তা ভাতে ঘি ।
এতে কি আর হবে ?
রান্না করো তবে ।
অর্ডার করে নাও,
যা ভালো তা খাও।
জোম্যাটো বা সুইগি !
পাও যদি রোস্ট মুর্গী !
সংগে বিরিয়ানি,
বাদ  কেন, শুনি !
একটু আইসক্রীম,
শরীর করবে হিম্ ।
চিপ্স কোথায় গেলো ?
ঝটপট বলে ফেলো ।
এ যে  দেখছি ফিস্ট !
এতটুকুই লিস্ট ।
আরে ! হঠাৎ পাওয়ার কাট্ !
তা’লে লিস্ট পড়ে থাক্ ।
প্লান বাদ বুঝি ?
মোমবাতি টা খুঁজি !
হাতপাখা টা কই ?
থামাও হই চই ।
একটু বৃষ্টি যদি হতো !
জমিয়ে খাওয়া যেতো ।
বৃষ্টি তো আর নাই !
তা’লে ঘি ভাত ই খাই ।
পাওয়ার আসবে কখন ?
সেটাই ভাবছি এখন ।
নেই আলো, নেই বৃষ্টি-
যত্ত অনাসৃষ্টি !

যদি ঈশ্বর করেন দয়া,

তবেই প্রাণে বাঁচোয়া।
————————