গুরু পূর্ণিমা
—————
     সুপ্রিয়া চৌধুরী
      ——————


গুরু পূর্ণিমার এই শুভ লগ্নে
গুরু ! তোমায় প্রণাম-
জন্ম লগ্নে পিতা মাতা রূপে
তুমিই দিয়েছো নাম ।


কত রূপে তুমি যুগে যুগে
গুরু ! এসেছো এ জীবন ক্ষণে,
কত অজানারে জানিয়েছো তুমি
কত ভাবনা জেগেছে মনে ।


জীবনের তুমি পথ প্রদর্শক
তুমি যে মহান গুরু !
আমার সকল পথের ঠিকানা
তুমি ই,-তোমাতেই সব শুরু ।


চলার প্রতিটি মুহুর্তে ভরসা
তুমি আছো কান্ডারী-
বাধা বিপদ কতই  পথে,-
তবু তো দিয়েছি পাড়ি ।


এশিক্ষা চলবে আমরণ
যতক্ষণ দেহে আছে মোর প্রাণ,
শিখে যেতে চাই যতটুকু পারি
দিয়ো মোরে শুধু জ্ঞান।


হে মহানুভব ! প্রণমি তোমায় !
যেন বঞ্চিত না হই
তোমার কৃপায়-
সদা অন্তরে থাকো মম,


“গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু,
গুরুদেব মহেশ্বর,
গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম,
তস্মৈ শ্রীগুরুবে নমঃ”।
—————————-


আজ গুরু পূর্ণিমার শুভ লগ্নে আসরের সকল কবির উদ্দেশ্যে আমার এই ছোট্ট নিবেদন। আমি এখানে অনেক কিছু শিখেছি। সেই অর্থে সকলেই আমার গুরু। সকল কবি কে আমার সশ্রদ্ধ প্রণাম।