যে কথা হয়নি বলা
————————-
         সুপ্রিয়া চৌধুরী
         ——————-
না বলা বাণীর আকুলতায় মন কেন হয় উদাস?

আর পিছু দেখা নয়, ব্যাকুলতা নয়,
আর নয় দীর্ঘশ্বাস !
জমেছিলো কত কান্না বুকে, যেন এক ব্যথার পাহাড় !
সে মলিনতা মুছে ফেলে আমি আজ মুক্ত বিহঙ্গ,-
কোনো দ্বিধা নেই, -নেই কোনো তোলপাড় ।


যে কথা হয়নি বলা,
হয়তো হৃদয়ের অন্তরালে ছিল সে রঙীন-
মিছিমিছি তার পিছে কেন ছুটে চলা,
হয়তো সে ভ্রান্তি মোর,- থাক্ পড়ে-
আজ মনেহয় সবই অর্থহীন।
—————————————-