জীবন মানে
————-
      সুপ্রিয়া চৌধুরী
        —————
জীবন মানে হয়তো রঙীন স্বপ্ন
কিংবা ভুলে যেতে চাওয়া পেছনের দুঃস্বপ্ন।
জীবন মানে আনন্দ ভরপুর
কিংবা দিনরাত ভাবা কিভাবে দুঃখ রইবে দূর।
জীবন মানে একটা অংক আর তার সমাধান
সমীকরণের হিসেব মেলাতে কেটে যায় কত কাল।
জীবন মানে শুধু সমস্যা আর জটিলতার মহামারী
কুড়ানো অভিজ্ঞতাই হোক্ না নতুন পথের  দিশারী।
জীবন মানে একটু আশার বিন্দু
মশাল হয়ে যোগায় শক্তি পার হতে মহাসিন্ধু !
জীবন মানে শ্বাস শুধু নয়, জুড়ে নিয়ে আশ্বাস
থেমে থাকা নয় এগিয়ে চলাই হোক্ না এবার প্রয়াস।
—————————————————-