জীবনের সত্যসার
——————
     সুপ্রিয়া চৌধুরী
         ————
এই জীবনে কি পেলাম বা নাই পেলাম
অংক কষি তার
শোনাই কাকে বোঝাই কাকে সময় কোথায় কার ?
কি ই বা করার আছে এমন
চলছে যেমন চলুক তেমন
মানিয়ে নেওয়া গুছিয়ে নেওয়া মনের কাছেই হার
অনুভূতিই হারিয়ে গেলো কোন সে পগার পার !


আক্ষেপের এই দীর্ঘ সূচী,ভাল-মন্দ নাই কো বুঝি
কষ্টে মন ভার !
ভালবেসে তবুও খুঁজি, আসতে যদি হও গো রাজী তাকাই এধার ওধার !
মনের মাঝে আশা ছিলো-
মুখে আমার ভাষা ও ছিলো-
তবু …… আমি সুখেই আছি
কানে তুলো পিঠে কুলো, কুলুপ এঁটে মুখে রই
এটাই সাজের বাহার !
অবশেষে শোনো বলি, সব কিছুরই জলাঞ্জলি
এটাই সত্যসার।
————————————-