জয় টমেটো
—————-
      সুপ্রিয়া চৌধুরী
       ——————
লালটুসী গোলগাল নরম  তুলতুলে,
কোথা যে হারিয়ে গেলো, ফেরে না পথ ভুলে।
ঝালমুড়ি, চাটনী, কষাকষি রান্না-
খেতে হয়, তাই খাই, মনে চেপে কান্না।


যতদূর মনে পড়ে গোল ছিলো আকারে,
চেহারাটা ভুলে গেছি চেনো কি তোমরা তারে ?
তোমাদের ও মনে নেই ? অতি প্রিয় টমেটো টা !
তার ই কথা বলছি গো,—শুনে নাও গল্পটা।


শুনলাম ইস্কুলে, প্রথম যে ক্লাসে হবে !
সে নাকি একটা গোটা-লাল টমেটো পাবে !
দ্বিতীয় স্থানে নাকি আধখানা মিলবে,
তৃতীয়তে খানিকটা  রস শুধু গিলবে ।


শিক্ষক আছেন যারা সবাইকে একটা -
গোটা গোটা টমেটো !! কম কথা নয় এটা।
দেখো যদি কোনোমতে হতে পারো শিক্ষক !
তবেই মিলবে গোটা !! টমেটোর জয় হোক্ !
—————————————————-