কবি খোঁজে মানবতা
————————-
           সুপ্রিয়া চৌধুরী
           —————-
কবিমন চারিদিকে মানবতা খোঁজে
বেদনায় ভরা মন কেহ নাহি বোঝে !
    
  কেহ কি শোনে, তাঁর করা প্রতিবাদ ?
      
  (তবুও) মসী তাঁর অসি হয়ে চলে দিনরাত।


হিংসা-ক্ষোভ ও দ্বেষে ভরা এই ধরণীতে
রণ আর ঐ রণনীতি শুধু রয় চিতে
  সংকল্পে অটল কবি লিখে রক্তলিখা
  (তাই) মসী তাঁর অসি হয়ে পরাবেই জয়টীকা।
      ——————————————


আসরের শ্রদ্ধেয় কবি শ্রী সঞ্জয় কর্মকারের কবিতা “চিত্র” কবিতায় মন্তব্য করতে গিয়ে লেখা। তাই কবিকেই এই লেখা টুকু উৎসর্গ করলাম।