কবি ও অকবি
——————
       সুপ্রিয়া চৌধুরী
        —————-
কবির আশা কাব্য সৃজন
আঁকে যে মনের ছবি !
কবিতায় কবি সঞ্চারে প্রাণ
শব্দ বুননে নবী।


অকবির আশা কবি সান্নিধ্য
ছন্দ মাত্রা জ্ঞান,
চর্চায় কাটে দিবস রজনী
গাইতে সুরের গান।


কবিদের আশা কবিতার ভীড়ে
নিজেকে হারিয়ে ফেলা,
কত শত কথা অকপটে কয়,
শব্দ নিয়েই খেলা।


অকবির আশা কবিদের ভীড়ে
নিজেকে মাতিয়ে রাখা-
কবিদের রঙে, রেঙে যায় যদি
তার স্বপ্নের পাখা !


কবির আশা মানব চেতনা
তিনি যে সত্যদ্রষ্টা !
সত্য বরণে নেই তাঁর দ্বিধা
রূঢ় বাস্তবের ও স্রষ্টা !


অকবির আশা মানব হৃদয়ে
যদি মেলে কোথা ঠাঁই-
প্রতিবাদী সুরে তিনি ও বলেন
সাম্যের গান গাই।


কাব্য কবির মনের ভাষা
এ তাঁর প্রাণের স্পন্দন !
হে কবি ! মহান ! তোমায় অকবি
করজোড়ে করে বন্দন ।
———————————


কবিতার প্রথম স্তবকে
“নবী”শব্দের অর্থ - ঈশ্বর প্রেরিত দূত। (গুগোল)
শব্দ বুননে নবী - অর্থ- কবি যেন ঈশ্বর প্রদত্ত হাতে
                         শব্দ বোনেন।
——————————————————


সম্মানিত প্রিয় কবি শ্রী বোরহানুল ইসলাম লিটনের “আশা”-(২৭/৭/২৩ )এবং
সম্মানিত প্রিয় কবি শ্রী সঞ্জয় কর্মকারের
“শ্রীঘর/ অবতার” (২৮/৭/২৩)কবিতায় অনুপ্রেণিত হয়ে লেখা । তাই তাঁদেরই এই কবিতা উৎসর্গ করলাম।