মান অভিমান
——————
         সুপ্রিয়া চৌধুরী
         ——————
বিরহী এ প্রাণ অবুঝ অবোধ
কথায় কথায় কাঁদেই কেবল,-

বলে,—সব ভুলে যা-
অনেক হলো মান অভিমান, 

এবার ঐ ভাঙা ঘরে
মোর হৃদয়ে চল ফিরে চল।
দুয়ার আমার বন্ধ আছে,-
তোকেই খুঁজি এদিক ওদিক,
হৃদয় আমার পাইনে যে রে,
সে যে আছে, তোর ই কাছে।
আমার এই বন্ধ দুয়ার
তোর পরশে খুলে দে রে !


ওরে ! আমার হৃদয়হারা হৃদয়হীনা !
তুই ছাড়া কি বাজে আমার মোহন বীণা !
পথ চেয়ে যে বসে আছি তোর ই লাগি-
জানি আমি আসবি যে তুই
হৃদয় নিতে, প্রেমবিলোতে,-
কি করে তুই কাটবি জীবন আমায় বিনা ?
এবার,-চল দুটিতে মিলেমিশে ভালবেসে
এগিয়ে চলি……
কক্ষণো আর ভাবিস নে রে
এ মান অভিমান সত্যি কি না !!
————————————-