মাছি মুক্তি অভিযান
————————-
       সুপ্রিয়া চৌধুরী
        ——————
ভন ভন ভন ঘুরছে মাছি
জ্বালাস কেন ওরে !
এখন অনেক রাত হয়েছে
আসিস্ নাহয় ভোরে।


কানের কাছে ঘুরিস শুধু
মাথা ঘোরে তাই,
কি করে যে মাছির থেকে
একটু মুক্তি পাই !


জাল কিনেছি ধরবো বলে
এদিক ওদিক ছুটি,
দৌড়ে গিয়ে হাঁপিয়ে পড়ি
দুঃখে মাথা কুটি।


হঠাৎ মাথায় বুদ্ধি এলো
এবার যাবি কই ?
যত বোকা ভাবিস আমায়
অতো টাও নই।


ঘুরছে মাছি এদিক ওদিক
লাইনে সারি সারি-
টাঙ্গিয়ে দিলাম ঘরে ঘরে
বিশাল মশারী।


আয়তো এবার কানের কাছে
কর এসে ভন ভন !!
নাগাল টা আর পাবি কোথায়
বড্ড খুশী মন।


হায় হায় হায় !!! একি দেখি !!!


মাছি ঘোরে সবখানেতে
কোনো বাধাই নাই-
আমি ই জালে আটকে আছি
ভাগ্য দেখো ভাই !!
———————————-


প্রিয় কবি শম্পা ঘোষের “মাছি বিভ্রাট”(১৬/৬/২৩) ও
প্রিয় কবি সঞ্জয় কর্মকারের “কানা মাছি”(১৯/৬/২৩)
এই দুটো রম্যছড়া কবিতায় মাছির কার্যকলাপে আমি অভিভূত হই । এই কবিদের সম্মান জানিয়ে আমার এই “মাছি মুক্তি অভিযান”।