মানুষ (ট্রায়োলেট)
———————-
     সুপ্রিয়া চৌধুরী
      ——————
নিজের স্বার্থের বলি যে দেয় দুঃখ বেদনা ভুলে

দেশের হিতে দশের সেবায় চলে,এগিয়ে চলে।

সেই যে মহান এমনমানুষ কোথায় এমন মেলে

নিজের স্বার্থের বলি যে দেয় দুঃখ বেদনা ভুলে,
এঁদেরত্যাগেই সাধারণের জীবন যায় হেসেখেলে

শ্রদ্ধা জানাই দুহাত জোড়ে এমন মানুষ পেলে

নিজের স্বার্থের বলি যে দেয় দুঃখ বেদনা ভুলে

দেশের হিতে দশের সেবায় চলে,এগিয়ে চলে।
——————————————————


এই ট্রায়োলেট টি আমি শ্রদ্ধেয় প্রিয় কবি শ্রী সঞ্জয় কর্মকারের (বৈদূর্য কবি) কবিতা “নীরা শেষ তথা অন্তিম পর্ব” কবিতায় মন্তব্য তে লিখেছিলাম।
তাই এই কবিতা টি শ্রদ্ধেয় কবিকেই উৎসর্গ করলাম।