মাটির টান
—————
         সুপ্রিয়া চৌধুরী
          —————-


আবার আসিব ফিরে, আসিব বারংবার,-
যেখানেই যাই, পৃথিবীর যে কোনো প্রান্তে,
যে কোনো ঠিকানায়,—
যতই সুখের স্মৃতি জমা হয়ে থাক,
যতই প্রেম বিনিময় হোক তোমায় আমায়,-
চরম প্রকাশ হোক আতিথেয়তায় !


তবুও আসিব ফিরে, আমার এই ক্ষুদ্র নীড়ে,
শুধুই শান্তির খোঁজে,
আর ফিরে পেতে প্রাণ-
এ আমার নিজের ভিটে, নিজের মাটি,
এতে আছে পরিচিত বৃষ্টির ঘ্রাণ।


ভ্রমনবিলাসী বন্ধু ! দিনশেষে  তুমি,  
ঘরে কেনো ফেরো বারংবার ?
অকপটে স্বীকারোক্তি ছিল তোমার,-
এখানেই রয়েছে শেকড়ের সন্ধান ।
——————————————