মন খারাপের গল্প
———————-
       সুপ্রিয়া চৌধুরী
        —————-
ঐ নীলপাখিটা রোজই আসে
বসি যখন বাতায়নে এলোচুলে
মন খারাপের কাপে যখন দিই চুমুক,-
ঠিক তখনি।
সিক্ত আঁখি, মনের মাঝে অঝোর ধারায় বর্ষা ঝরে।
কাজের ফাঁকে পাইনা খুঁজে মন টা আমার।
মনটা কোথায় ?  জানিনা তো !
খুজেই ফিরি মনের ভেতর ।
নীল পাখিটা ঠিক জেনেছে, তাই তো আসে
যখন আমার একলা লাগে।
বলেছিলো গল্পগুলো নিয়ে যাবে ডানায় করে ।
এরপরে কই  ! এলো নাতো !
মন খারাপের গল্প নিয়েই আছি বসে !
যদি আমি নীল পাখি হই ?
কিংবা কোনো অন্যরঙের ?
উড়ে যেতাম নীল আকাশে বাঁধনহারা
মনখারাপের গল্পগুলো ভাসিয়ে দিতাম একনিমেষে।
——————————————