মরণের বেড়াজালে (ট্রায়োলেট)
———————————-
             সুপ্রিয়া চৌধুরী
              ——————
নই গুণী, নই ধনী, এ কালের চক্রেতে,
কবে কাটে কাল, আছি মরণের বেড়াজালে !
আমি কার, কে আমার, এই ভ্রমে বিস্মিতে!
নই গুণী, নই ধনী, এ কালের চক্রেতে,
কিছু কি আমার আছে, এ বিশাল পৃথিবীতে ?
মোহমায়া ত্যাগ করে ছেড়ে যাব সব ফেলে-
নই গুণী, নই ধনী, এ কালের চক্রেতে,
কবে কাটে কাল, আছি মরণের বেড়াজালে।
—————————————————-