মিস্ট্রি
——-
      সুপ্রিয়া চৌধুরী
       —————-
বাজার দ্রব্যের দামের বহরে
কেনা কাটা বড় দায়,
বাজার দর্শনে কি আর হবে
ভেবে হই অসহায় ।


রান্না বান্না বন্ধ এবার  
করোনা তো আফসোস্ !
মেনুতে ব্যস্ -জল আর হাওয়া
এতেই  থাকবে খুশ্ ।


মাছ মাংস তো দিয়েছে আড়ি
ভুলে যাও শাক সব্জী,
ভেবে দেখো মনে শেষ কবে তুমি
ডুবিয়ে খেয়েছিলে কব্জি ?


না খেয়ে দেয়ে কমে যাবে ভুড়ি
সবাই স্লিম এ্যাণ্ড ট্রিম,
এ তো কম নয়, একেবারে ফিট্ !
না করে  কখনো জিম্ ।


“জল- হাওয়া” আজ মেনুতে কেবল
কত দিন পাও দেখো-
বিশুদ্ধ নয়, জেনেই তবু
পেটটা ভরেই রেখো।


ভেবে লাভ নেই আমরাই দায়ী
সব আমাদেরই সৃষ্টি,
তবু বেঁচে আছি এখনো এভাবে -
এটাই যে বড় মিস্ট্রি !!
—————————