নয়টি সেকেন্ড মাত্র
——————————
             সুপ্রিয়া চৌধুরী
            ———————
যাতায়াতের পথে নজর কাড়ার মত
আকার ছিল তার,-
কুতুবমিনারের চেয়ে ও উঁচু,-
সগর্বে  দাঁড়িয়ে থাকা,
বিশালকায় আবাসন,
যার তুলনা মেলা ভার।


কখনো ভেবেছি আনমনে,
এই আবাসন যাদের হবে ঠিকানা,
তারা হয়ত বলবে,  -ঠিকানা কেন চাই ?
ঐ দেখা যায় সগর্বে দাঁড়ানো সর্বোচ্চ ইমারৎ
আমাদের আবাসন,-
দেখো ত ! চিনতে পারো কিনা ?


কিন্তু হায় !  যা ভাবা যায়,-
তা আর হয় কোথায় ?
নয়টি সেকেন্ড মাত্র !
নিমেষে এই বিশাল ইমারৎ
চোখের সামনে ধূলিস্যাৎ ।


হৃদয় বিদারক এ ধ্বংসলীলা,
কত অগুণতি মানুষের
আশা-আকাঙ্খার জলাঞ্জলি,-প্রতিক্রিয়া,-
চতুর্দিকে ধূলাচ্ছাদিত ধ্বংসস্তূপের পাহাড়,
যেখানে লুকিয়ে আছে কত মানুষের
স্বপ্ন, আশা, উৎসাহ, উদ্দীপনা ।


কেন  হলো এই  ধ্বংস যজ্ঞ ?
দুর্নীতিবাদী কিছু সংখ্যক মানুষের,
ব্যবসার খাতিরে এত বড় ক্ষতি,
সাধারণ মানুষের —-?
যারা স্বপ্ন দেখেছিল ঘর বাঁধার,-
অপরাধ তাদের কোথায় ছিল ?
যাদের উপার্জিত অর্থ, পরিণত
হলো ধ্বংসস্তূপে,-
তাদের অপরাধ কোথায় ছিল ?


হায় ! এ কোন পৃথিবী ?
          ——কি যে পরিণাম,
আরো কত কিছু দেখা আছে বাকী !
মানুষের তরে মানুষের ব্যথা ?
এ লজ্জা কোথায় রাখি  !
এ সব প্রশ্নের জবাব হয়না,
এ বড় কঠিন সত্য ।
এ সব ঘটনা তো শুধু ,-আজ-কালের নয়,
এ তো ইতিহাস ! সাক্ষ্য, যুগ যুগান্ত !
——————————————


(স্বচক্ষে দেখা “নয়ডার টুইন টাওয়ার”   এর ধ্বংসাত্মক পরিণতি দেখার পরেই লিখা। )