অচেনা
———-
      সুপ্রিয়া চৌধুরী
       —————-
সমুদ্র শান্ত ধীর,—
পরক্ষণে হতেই পারে উত্তাল, ভয়ঙ্কর ।
তা’তে  তার নেই কোনো আফসোস্ -
হয়তো এটাই তার অহংকার !


মানুষের বুকের ভিতরে যে সমুদ্র রয়েছে
সেও তো গভীর ।
কখনো শান্ত,- কখনো উন্মত্ত উন্মাদ ।
দুঃখ -প্রতিহিংসা -অবহেলা -বিষাদের ছায়ায়
সেখানে আছড়ে পড়ে উত্তাল ঢেউ এর আহত নাদ ।
কিন্তু এই মন সমুদ্র যে বড়ই অচেনা !
সেখানেই যত ভ্রান্তি, যত দোটানা !
———————————————-


সম্মানিত  প্রিয় কবি মার্শাল ইফতেখার  আহমেদ এর “সমুদ্র অজানা জীবন” (২১/৭/২৩ )কবিতায় অনুপ্রেণিত হয়ে এই টুকু লিখা, প্রিয় কবিকেই উৎসর্গ করলাম। প্রিয় কবির কাছে আমি অনেক কিছুই শিখেছি। তাঁর কাছে আমি সত্যি ভীষণ ভাবে কৃতজ্ঞ।