অনিশ্চয়তায় নিরানব্বই
——————————
       সুপ্রিয়া চৌধুরী
        —————-
ইস্ ! শুধু একটি রান।
কি হয় !  কি হয় !
শুধুই অনিশ্চয়তা, তাই বুঝি বলা হয়
গৌরবময় অনিশ্চয়তার খেলা…..
প্রতিটি বল ই যেন এক নতুন অভিজ্ঞতা।
অত্যন্ত স্বাধীনচেতা এই বলের গতিপথ।
বেইল পড়লো, - না কি সীমানা ছাড়ালো,-
যেন এক আতঙ্ক !
……..বেইল টাই পড়লো।
……..হলো না সেঞ্চুরী।
তাই না হলে ক্রিকেট ?

ক্রিকেটের সাথে জীবনেরও কি নিদারুণ মিল !
দাদুর একশো বছরের জন্মদিনের চলছে কতই না প্রস্তুতি । কয়েকটা দিন শুধু !
গেস্ট লিস্ট, ভেন্যু, মেনু সব ঠিক।
দাদুকে নিয়ে বিশাল সমারোহের আয়োজন !
কিন্তু…হলো না…..
………করা হলো বটে,…দাদুকে ছাড়াই….
একটু অন্য ভাবে….
বাকী সব কিছু একই ছিলো।

দুর্দান্ত রেজাল্ট করেছে আমাদের টুনাই।
নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ।
বড্ড খুশী সবাই ।
তবুও মনে হয় ..… ইস !
একটু হলেই……

নিরানব্বই থেকে একশোর যাত্রাপথে,
জীবনে চলার অনিশ্চয়তার রথে
এত সংশয়-অনুনমেয় অবস্থা ই হয়তো যোগায়
টিকে থাকার উৎসাহ, আনন্দ, অনুপ্ররণা।
প্রতিটি মুহুর্তেই - কি হয়  !  কি হয় !
হলে,- অবশ্যই সাফল্য
নতুবা….এগিয়ে চলা !

——————————

বেইল - ক্রিকেটের খেলায় উইকেট তৈরির জন্য    তিনটি স্ট্যাম্পের উপরে দুটি ছোট কাঠি রাখা হয় ।
ভেন্যু - নির্দিষ্ট স্থান
মেনু -  খাবার তালিকা
নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ - ৯৯.৯৯%
অনুনমেয় - অনুমান করা যায় না।