অনুরোধ
————
     সুপ্রিয়া চৌধুরী
       ——————
কে তুমি এসেছো ওগো ! শ্বেত শুভ্র বেশে,
আমারে নিয়ে যেতে
কোন সুদূর কবিতার দেশে !
তোমায় নিরখি আমার এ দুটো আঁখি
প্রতীক্ষা রত ছিল কি
এ সারা জীবন ?
কবিতার সুরে আমি ডুবে যেতে চাই-
নিয়ে যাও, যেথা তুমি নিয়ে যেতে চাও-
আমি রব একান্তে -
রাগ রাগিনী তে,
এর বেশী কিছু মোর প্রত্যাশা নাই।
শুধু অধরা মন টুকু মোর, রেখে
দিয়ে যেও,-
যে পেয়েছে সন্ধান অমৃত কাব্যরসের,
সে যে অমর, অপরাজেয়।
————————————————


নিরখি~ নিরীক্ষণ করা, দেখা