পিছিয়ে আছি আমি
———————-
             সুপ্রিয়া চৌধুরী
               ——————
ভোরবেলায়, যখন  কাগজ খুলি,
কত খবর,— যা মনে দেয় পীড়া,
জাগায়  হতাশা, ঘৃণা—
রক্ত ঝরে যেন মনের ভিতরে,
কিন্তু প্রতিবাদ করতে পারিনা আমি,
মুখ বুঁজে, সব-পড়ে যাই, সয়ে যায়,—ধীরে ধীরে।
কেউ কেউ আবার এগিয়ে এসে  প্রতিবাদ ও করে।
আমি পারিনা । আমি অনেকের থেকে এখনো
অনেক পিছিয়ে আছি।


কখনো দেখি হাসি ঠাট্টায় জমে উঠেছে মজলিস্,
আমি সেখানেও বড় বেমানান্,
প্রাণখুলে হাসতে পারিনা, ভয় হয়, যদি ধরা পড়ে যায়
আমার রক্তাপ্লুত মন !
দূর থেকে দেখি আমি তাই।
যোগদানে বিফল হয়ে ও দেখে ভালো লাগে।
আমি সত্যিই পিছিয়ে আছি।


আবার দেখি,-অনেকেই, নিজের জীবন টা কেমন গুছিয়ে নিয়েছে, নিজেদের মত করে।
নির্দিষ্ট ছকে ই জীবন চলে তাদের,
কিছুই ভাবে না তারা ছকের বাইরে ।
সেখানে ও আমি উদাসীন,
আর যাই হোক্, মন কে ছকে বাঁধতে পারিনি আমি,
তারাই বলে,—আমি পিছিয়ে আছি।


কখনো প্রাণ খুলে অনেক কথা বলতে চাই আমি,
যা মনে আসে,—
চারিদিকে চেয়ে শুধু খুঁজি, কাউকে পাইনা,
যে শুনবে আমায়।
কত কোলাহল,- আমি চেঁচিয়ে উঠি,
আমার কথা কারোর কানে পৌছায় না,
আবার ও আমি যেন পিছিয়ে গেলাম।


ভাবি, লিখে যাব এই বার,-
যত কথা, যত ব্যথা কাগজে কলমে।
কিন্তু কি করে লিখবো ? জানা নেই  ভাষা,
প্রতিবাদের শব্দ !
এখানেও পিছিয়ে  গেলাম তাহলে ?
এই ভাবেই আমি পিছিয়ে রয়েছি, বারবার,
যুগেযুগে অনিবার।
———————————————-