পিছুডাক
———-
       সুপ্রিয়া চৌধুরী
       ——————
হয়তো আনন্দেই কাটে কিছুটা জীবন-
কিছুটা হয়তো বা দুঃখে-
কান্না হাসি সব পিছে ফেলে রেখে যাব চলে,-
কোথা, কবে, কে জানে,-
কোন অজানা সম্মুখে !


সাথী হয়ে কেউ যাবে না  সেথায়-
এ আমার, একার ই পথ চলা-
আমি কেউ নই কারো,
কেউ আমার ও নয়,
তবু এত কথা,- কেন মিছিমিছি  বলা !


কেন মনে হয়  ? কেউ পিছু ডাকে যেন !
তবে কি  সময় হয়নি যাবার ?
ফিরে ই বা কেন আসি
এই দুঃখের তীরে,
বেদনার খোঁজে বারবার ?


যাবার সময় তবু যদি মনে হয়,-
কেউ বুঝি পিছু ডাকে !
মনে হয় তবে
ফেলে তো যাইনি ভুলে
আমি আমার “আমাকে”?


বিস্ময়ে পেছনে তাকাই,-
খুঁজে যদি পাই  তা’তে রয়ে যাওয়া —“আমি” !!
শুধু একটুকু ভালবাসা,-একটুকু শুধু ,
কুড়িয়ে সাথে নিয়ে যেতে চাই
এর  চেয়ে বেশী কিছু নয় দামী !
—————————————-