পরমাণু কবিতা গুচ্ছ
——————-——
      সুপ্রিয়া চৌধুরী
      ——————


(১) পরমাণু
      ——-
       ক্ষুদ্র তুমি, কোথায় জোর !
       বিন্দু বিন্দু মিলে, হয় মহাসাগর।


(২) অ্যাটম্ বোমা
    —————-
      অ্যাটম্ বোমা,-আতঙ্কের উৎস !
      পরমাণু তে ই এর রহস্য !


(৩) মহীরুহ
       ———
      তুচ্ছ নও, অতি ক্ষুদ্র-
      ছিলে বীজ রূপে, আজ মহীরুহ !


(৪) আশা
     ———
     ছোট্ট আলোর বিন্দু,
     জাগায় আশার আলো, পার করে সিন্ধু !


(৫) প্রয়াস
     ———
    আমার এ ক্ষুদ্র প্রয়াস,
    হয়তো জাগাবে আনন্দ, গড়বে ইতিহাস।
         ————————————
(প্রত্যেক টি তে শুধু ৯ টি শব্দ ব্যবহৃত হয়েছে।)