প্রীতি ও শুভকামনা ( এক্রোস্টিক)
————————
    সুপ্রিয়া চৌধুরী
     —————-
প্রীতি ও শুভেচ্ছা রইলো আজ বিজয়ার শুভ দিনে,
তিমির আঁধার ধুয়ে মুছে যাক্ মায়ের বিসর্জনে।
ওতপ্রোত ভাবে জড়িয়ে আমরা একে অন্যের সনে
শুভবুদ্ধি তুমি জাগ্রত করো মা সব মানুষের মনে।
ভয় নয়, নয় দ্বিধা আজ কোনো এগিয়ে চলার পথে
কামনা করি আশীর্বাদ মায়ের, রয় সকলের সাথে।
মনে মনে আজ প্রার্থনা করি, বাধা বিপদ করে পার-
না রবে অন্যায়,অত্যাচার কোথাও,-হোক্ অঙ্গীকার।
———————————————————


প্রতিটি লাইনের আদ্যক্ষর একত্র করলে এক্রোস্টিক কবিতার নিয়মানুযায়ী  “প্রীতি ও শুভকামনা” হবে।