প্রেম কোথায়
—————
       সুপ্রিয়া চৌধুরী
       ——————
বিচ্ছেদে যদি নিহিত প্রেমের কাব্য
তবে মিলনের আকুতি কেন ?
বিষাদ ই যদি প্রেম রসের উৎস,
তবে না পাওয়ার ব্যথা কেন ?
কবিতা মানেই যদি বিরহ বেদনা,
তবে হোক্ না জীবনে যন্ত্রণা,
আসুক যতই অ-সুখ !
কাব্য মধুর হবে ততই
প্রেম হবে উন্মুখ !
এ সমীকরণ নয় যে আমার-
আমি উদাসী হাওয়ায় ভাসি !
প্রেম- বিরহ কোথায় হৃদয়ে ?
সবাই সুদূর প্রবাসী !
শুধু ভালবাসা দিয়ে যেতে চাই
নাই বা ফিরে পেলাম !
প্রেমের অতৃপ্ত সুখেই না হয়
এবার হারিয়ে গেলাম।
————————————-