প্রকৃতির মাঝে ( ট্রাইটিনা)
——————
     সুপ্রিয়া চৌধুরী
     ——————
প্রকৃতির মাঝে সময় কাটাই সকাল সন্ধ্যে বেলা,
ফুল কুড়িয়ে মালা গাঁথি বসে  অপূর্ব অনুভূতি
ভোরের আলোয় আকাশে পাই শুধুই স্নিগ্ধতা।


গাছের ছায়ায় মিষ্টি হাওয়া ফুলের স্নিগ্ধতা-
ম্লান হয়ে যায় ঝলসে যাওয়া তপ্ত দুপুর বেলা-
পাখীর কণ্ঠ রাগিণী যেন এক বিচিত্র অনুভূতি


প্রকৃতি আমার এতো সুন্দর এ আমার অনুভূতি
পাখীর কূজন আকাশের রঙ নিখাদ স্নিগ্ধতা,
রবি চলে যায় অস্তাচলে গোধূলি বিকেল বেলা,


বেলা বয়ে যায় অনুভূতি রয় শুধুই স্নিগ্ধতা।
——————————————————


১০ লাইন এর কবিতা ( ট্রাইটিনা)
প্রথম স্তবকে -     বেলা-১
                    অনুভূতি-২
                      স্নিগ্ধতা-৩


দ্বিতীয় স্তবকে-  স্নিগ্ধতা-৩
                         বেলা- ১
                     অনুভূতি-২


তৃতীয় স্তবকে - অনুভূতি-২
                       স্নিগ্ধতা-৩
                          বেলা -১


অন্তিম লাইন-   ১..২..৩
বেলা…..অনুভূতি …..স্নিগ্ধতা
——————————————-