পূজো এলো
—————
      সুপ্রিয়া চৌধুরী
        —————-
পূজো এলো, পূজো এলো, সবার মনই খুশী
কোথায় যাবো, পূজো দেখবো, ভাবনা রাশি রাশি।
ষষ্ঠীতে মার বোধন হলো দিয়ে উলুধ্বনি
আবেগভরা মন নিয়ে তাই গাই যে আগমনী।
পুষ্পাঞ্জলি, প্রসাদ খাওয়া তিনদিন ধরে চলে,
ঘুরে ঘুরে ঠাকুর দেখা প্যাণ্ডালে প্যান্ডালে।
প্রতিযোগী বাচ্চারাও নাচে গানে  ব্যস্ত
মা বাবারা দিনে রাতে এদের নিয়েই ত্রস্ত।
পূজোর কদিন খাওয়া দাওয়ায় নেই যে কোনো মানা
বিরিয়ানি, কষা মাংস চলে একটানা।
বিকেলবেলা জমজমাটে নানান অনুষ্ঠানে
নামী দামী শিল্পীরা সব ভোলায় গানে গানে।
দশমীতে বিদায়বেলার সুর যে কানে বাজে
“আসছে বছর আবার হবে”- মা যে কাছেই আছে।
আনন্দে তাই দিন কেটে যায় ভালই আছি বেশ !
এক বছরের অপেক্ষাটা কবে হবে শেষ !
——————————————————