রাজার প্রজা সদাই খুশী
————————
       সুপ্রিয়া চৌধুরী
         —————-


নেতা মোদের রাজা মশাই আমরা হলেম প্রজা,
ভীড় ভাড়াক্কা আমরা যোগাই, কাজই মানুষ খোঁজা।
মণ্ডা মিঠাই ভাতা দিয়ে,
রাখে এদের মন ভুলিয়ে,
পেট ফুলে ঢাক হলো খেয়ে মিঠাই মণ্ডা গজা।


আসন ছাড়া অন্য কিছু বুঝতো যদি রাজা
প্রতিবারই আমজনতার মিলতো না তো সাজা।
রাজার মনে নেই যে কষ্ট,
আমজনতার বুদ্ধি ভ্রষ্ট,
হাততালি তে মঞ্চ মাতায়, খবর এটাই তাজা।


ভবিষ্যতের নেইকো ভাবনা, ভাতা পেয়েই খুশী,
একটাই কাজ এদের কেবল, নেতায় তোষাতুষি।
নেতার ঘরে টাকার বস্তা,
কোথাও দর দাম নেই কো সস্তা,
তবুও খুশীতে ঘর বাঁধে এরা সুদিনের আশা পুষি।
——————————————————-