রুবাইয়াৎ -ই-প্রিয়া (৭-৮)
———————
       সুপ্রিয়া চৌধুরী
          ————
(৭)
বুঝবে কবে বন্ধু সবে কি যে হলো দেশের হাল
সুখের নামে কি পেয়েছো ? দেশের নেতা ই মালামাল!
আর দেরী নয় ওঠো ! জাগো ! দড়ি ধরে মারো টান-
খসে পড়ুক মুখোশ যত, আয় তোরা সব দেশ সামাল !
—————————————————


(৮)
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না যে বললে তুমি
আজ কি হলো দেশপ্রেমের কোথায় সে প্রেম গগন চুমী
দেশবাসীরাই দেশ গড়ে যে,এই কথাটি নেই মনে আজ
শুধরে এবার দেখাও দেখি মহান আমার জন্মভূমি
—————————————————-