সরস্বতী বন্দনা (স্মৃতি থেকে সংগৃহীত)
—————————-
        সুপ্রিয়া চৌধুরী
          ————-
বন্দি তোমায় ভারত জননী বিদ্যা মুকুটধারিণী
পূজিব তোমার চরণ যুগল এসো মাগো শ্বেতবরণী
বন্দি তোমায় ভারতজননী বিদ্যা মুকুট ধারিণী।


কণ্ঠে শোভে তব মণি মুক্তার হার
কর হতে ওঠে বীণারই ঝংকার
লহো লহো মাগো দীনের অঞ্জলি
লহো মাগো হংস বাহিনী
বন্দি তোমায় ভারত জননী বিদ্যা মুকুট ধারিণী।


তব লাগি আজ ভারত সন্তান
সাজায়েছে ডালা দিতে অর্ঘ্য দান
লহো লহো মাগো দীনের অঞ্জলি
লহো মাগো বিদ্যাদায়িনী
বন্দি তোমায় ভারত জননী বিদ্যা মুকুট ধারিণী।


এসেছে বিদ্যা, এসেছে ঋদ্ধি
শৌর্য বীর্য শালিনী
আবার তোমায় দেখিবো জননী
সুখে দশদিক পালিনী
বন্দি তোমায় ভারত জননী বিদ্যা মুকুট ধারিণী।
পূজিব তোমার চরণ যুগল এসো মাগো শ্বেতবরণী
বন্দি তোমায় ভারতজননী বিদ্যা মুকুট ধারিণী।
———————————————
ছোটবেলায় সরস্বতী পূজোতে এই গানটি আমরা পরিবারের সকলে মিলে গাইতাম। এখন এই গানটি কোথাও খুঁজে পাই না।
শুধু কি আমার স্মৃতিতেই রয়ে গেলো ?