সাহিত্য ও বিজ্ঞান
———————
          সুপ্রিয়া চৌধুরী
          ——————
সাহিত্য ও বিজ্ঞান, -কে বলে আলাদা ?
যে বলে,—সে ই তো চলমান বিজ্ঞান !
আর যা বলে ,- তা’তে যদি জুড়ে দাও
আবেগ, অনুভূতি, শৈল্পিক ছোঁয়া,-
সেখানেই পাবে সাহিত্যের প্রমাণ।


বিজ্ঞানে আছে পরীক্ষা- নিরীক্ষা-চিন্তা-চেতনা-
ব্যাখ্যা এবং তথ্য,-
জাগতিক বা মহাজাগতিক চিন্তা-চেতনা-
অনুভূতি নিয়েই  সাহিত্য।
বিজ্ঞানে,-সত্য নির্ধারিত,
সাহিত্যে,- মনের প্রসার অবারিত।


এই যে মিল অমিলের মেলবন্ধন,-
লুকোচুরি সব সেখানেই,—সেখানেই যত কৌতূহল।
বিজ্ঞানের অবদান যদি সভ্যতায়,
তবে সাহিত্যের অবদান সংস্কৃতিতে।
বিজ্ঞান এবং সাহিত্য,— মিল অমিল যা ই হোক্,
এরা,-একে অন্যের পরিপূরক।
পেছনে রয়েছে মানুষের মনেরই  কারুকাজ,-
তাই সৃষ্টি হয়েছে মনেরই কাল্পনিক,
কিংবা সত্যতার ভিত্তিতে।


আছে কি মনের গতির কোনো মাপকাঠি ?
কিংবা মনের সঠিক সংজ্ঞা ?
হায় রে মন !
তোমায় স্পর্শ করতে পারেনি বিজ্ঞানের সমীকরণ।
তুমি রইলে এখনো অজানা-
সীমার মাঝে তুমি যে অসীম,- সর্ব ক্ষেত্রেই  অবাধ
তোমার আনাগোনা।


সব সৃষ্টির পেছনে তোমার ই আবেগ-
কখনো বিজ্ঞান ভিত্তিক,- কখনো কাব্যিক !
সত্যতার আধারে সৃষ্টি হয়েছে বিজ্ঞান।
খুলে দিয়ে মনের অবারিত দ্বার-
গড়েছো কাব্য,-  সাহিত্য সম্ভার ।
——————————————-