সেই ছেলেটা
—————
       সুপ্রিয়া চৌধুরী
       —————-
সেই ছেলেটা,—
ছিলো অনেক স্বপ্ন যে তার,
শান্ত গ্রামের পরিবেশ কে জানিয়ে বিদায়,
পিতা মাতার স্নেহের মোহ ত্যাগ করে সে
বেরিয়ে পড়ে অনেক কষ্টে, অনেক আশায়,-
স্বপ্ন যে তার অনেক বড়,- করতে সাকার !!


জানতো কি সে ?
শহরের ওই গমগমে ভাব,
ওৎ পেতে রয় দু পায়ের ওই জন্তুগুলো করবে বলে
সরল মনের স্বপ্ন শিকার ?
জন্তু ও নয়,-
বীভৎসতার রূপ যে এরা
শিক্ষার মিছে মুখোশ পরে ঘুরছে কারা ?
অমানবিকতা, অশালীনতার নেশায় এরা বেদম খুশী,
সহজ সরল ছোট্ট ছেলের স্বপ্নগুলো ভাঙলো এরা
এক নিমেষে !


স্বপ্ন কোথায় হারিয়ে গেলো !
আর ফিরে তো আসবে না সে !
বিশাল আকাশ ছোঁয়ার আশায়
জানতো না তো
দু দিনেই  সে ‘তারা’ হবে ওই আকাশে !!


অপরাধী জন্তুগুলো !
লজ্জা, ঘৃণা, ভয়ে,- কই !
কাঁপলো না তো প্রাণ তোদের,
কাঁদলি না কেউ আফসোসে ?
শাস্তি এবার হবেই তোদের। আর হবে না ঘরে ফেরা !
দেড়শো কোটী মানুষের এই অভিশাপে
কি মনে হয় ?  বাঁচবি তোরা ??
——————————————-