শীত তুমি এলে বলে
————————-
       সুপ্রিয়া চৌধুরী
       ——————
শীত এলো তাই কনকনে এই ঠান্ডা হাওয়া,
মিষ্টি রোদের লুকোচুরি,-
এবার বুঝি চলেই এলো
দিকে দিকে শিল্প মেলার টুকিটাকি কেনাকাটা,-
কিংবা কোনো শাড়ীর বাহার রকমারি।


ঘরে ঘরে নলেন গুড়ের মিষ্টি পায়েশ,
পাটিসাপটা, গোকুল পিঠে, আরো কত,-
নোনতায় আছে  কড়াই শুটির গোল কচুরি,-
দিনে, রাতে  খাবার চিন্তা ই অবিরত।


বনভোজনের আয়োজনে চেনা- অচেনা
বন্ধুরা সব বেরিয়ে পড়ি এদিক ওদিক,
পরিচিতি পর্বে জমে আড্ডা আসর ,-
মন মাতানো গান বাজনা খেলা ধূলো,-
দুপুরের ‘মেনু’ র ওপর সবার যেন আসল নজর ।


জমজমাটে দিনের শেষে বাড়ী ফেরা
পরিচয়ের তালিকায় জুড়লো অনেক নতুন নাম,-
আগামী তে থাকলো আরো নতুন আশা,
এই আনন্দেই ভরলো এবার শীতের প্রাণ।
——————————————