সব হিসেবে গণ্ডগোল
———————
        সুপ্রিয়া চৌধুরী
          —————-


১) প্রেমে ও টাকার হিসেব ?
      ——————
প্রেম ও বোঝে টাকার ভাষা কি যে করি হায়,
পকেট খালি হলে পরেই প্রেম পালিয়ে যায় !
প্রেম নাকি হৃদয় ছোঁয়া !
তবে কেন টাকার মায়া ?
ভালবাসা রইলো না রে প্রেমের দরিয়ায়।


২)বেহিসেবী
   —————
অংকের ভক্ত,- খুঁজি ফিরি অমিলে ও মেল
সংসারে অংক,-এ যে দেখি একেবারে  ফেল ।
এ আবার কি  হিসাব ?
যোগ বিয়োগ গুণ ভাগ ?
কোথায় কি লাগাবো, বুঝিনা তো খেল ।


৩)এ কেমন হিসেব
        —————-
জীবনের এ হিসেব মেলার তো নয়,
যত পাই, তবু যেন কম মনে হয়,
আরো চাই, আরো চাই-
চলবেই  খাই খাই-
জীবন সংগ্রাম একে ই তো কয় ।
——————————————-