সংখ্যায় সময়ের বিভাজন ও প্রেম
————————————
         সুপ্রিয়া চৌধুরী
           ————-
এক  পলকের একটু দেখায়
হতে পারে প্রেম,-তবে জমবে না মজলিশ্-
সময় যে বড্ড কম এই ‘পলকে’
মাত্র সেকেণ্ড চব্বিশ।


ক্ষণকাল যদি এসে বসো কাছে, হৃদয়ে  
হে প্রিয় আমার !
এক ‘ক্ষণে’ আছে জানো কি হে তুমি
শুধুই মিনিট চার।


এক ‘নিমেষেই’ যেও নাকো চলে
হোক্ না মিনিট ষোলো-
নিরিবিলি বসি দুজনে পাশাপাশি
কিছু কথা আমি বলি,—কিছু তুমিও বলো।


দু’দণ্ড দাঁড়াও, আঁখি পানে চাও -
কত কথা আছে বাকী-
চব্বিশ মিনিটের একটি ‘দণ্ড’
এতো দেখি শুধুই ফাঁকি !


এক  মুহুর্তেই চলে গেলে তুমি
বললে,- “ভালো থেকো” !
এ প্রেম ছিলো বুঝি শুধু ক্ষণিকের
দু’দণ্ডে  যে এক ‘মুহুর্ত’।


এ প্রেম আমার ছিল একপেশে
তবু প্রতীক্ষায় থাকি রাত্রি দিন -
প্রহর গুণেই কাটাবো সময়
এক ‘প্রহরে’ ঘন্টা তিন।


দু পক্ষে মাস,-বারো বর্ষে যুগ-
প্রজন্মে কুড়ি-পঁচিশ বছরের অন্তর,
তবুও স্বপ্ন দেখেছি, -
তোমার হাতেই হাত রেখে পথ চলা মোর
নয় পলকের, নয় ক্ষণিকের,
নিমেষ-দণ্ড-মুহুর্ত- প্রহর
নয় নয় কিছু  !!
শতাব্দী থেকে শতাব্দী চলবো
জন্ম- জন্মান্তর।
—————————————————-


মজলিশ্-  খোস্ গল্পের আসর, জলসা


এক পলক-২৪ সেকেণ্ড
এক ক্ষণ- ৪ মিনিট
এক নিমেষ- ১৬ মিনিট
এক দণ্ড- ২৪ মিনিট
এক মুহুর্ত- ৪৮ মিনিট, দু দণ্ড
এক প্রহর- ৩ ঘন্টা
এক মাস- ২ পক্ষ
এক যুগ- ১২ বছর
এক প্রজন্ম- ২০-২৫ বছর
এক শতাব্দী- ১০০ বছর