সুখী কে ? তুমি না আমি ?
——————————-
            সুপ্রিয়া চৌধুরী
            ——————-
আমার সুখে, তোমার কি সুখ হয় ?
অনেক সুখে ও,  দুঃখ লুকিয়ে রয় !
দুঃখ সুখের এই যে খেলা ধূলো-
হার, জিতের হিসেব নাই বা এবার হলো।
ঈশ্বরের এই সৃষ্টি চিরন্তন,
মনের মাঝেই চুপটি মেরে আছে আরেক মন।
সুখ -দুঃখ নেইকো যেথায়
সব মানুষ ই,  সমান সেথায়,
একে দুয়ে হোক্ না শুধুই,-হাসির আলাপন !
কার কি আছে, নেই,-তার কিসের প্রয়োজন ?
তোমার আছে ? আমার নেই !
কিংবা আছে বহু !
চলো,—
এবার খুশী খুঁজি দুজনায়,-
দু’মন মিলবে হুবহু।
———————————————