শীতের আলিঙ্গন
——————-
       সুপ্রিয়া চৌধুরী
       —————-
এসো শীত !
আলিঙ্গন করো উষ্ণ পৃথিবীকে
সাজাও প্রকৃতিকে নব পরিধানে
‘মাঘের সন্ন্যাসী’ রূপে আরো একটিবার ।
মেঘ বিহীন নীলাকাশে
কুয়াশার ঘোমটায় তাপহীন তপন
ঝরিয়ে দিয়েছে নির্দ্বিধায় যত পত্রপুষ্পরাজি
স্নিগ্ধ কোমল করে,
প্রকৃতিকে ফিরিয়ে দিতে পুনর্যৌবন।


বসন্তরাগের প্রস্তুতির প্রাক্কালে
রিক্ততার এই রূপ ক্ষণস্থায়ী হলেও
কানপেতে শুনবো তোমার ঝরা পাতার গান ।
সে গানের ছন্দে মর্মর ধ্বনিতে সুর মিলিয়ে
হয়তো আমিও গাইবো ভৈরবীতে
“ঝরাপাতা গো, আমি তোমারই দলে”।
এই নীরব নিস্তব্ধ প্রান্তরে রিক্ততা বিবর্ণতার মাঝে
নৈরাশ্য নয়, খুঁজে নেবো প্রতীক্ষার পর
নব কিশলয়।
—————————————————-