শীতের প্রকোপ
—————-
     সুপ্রিয়া চৌধুরী
      —————-
আকাশ কি নীল ? ঠাহর হয়না
জমাট অন্ধকার
সূর্য কি ওঠে এই আকাশেই  ?
জিজ্ঞাসি বারবার।
এ কেমন শীত ? বরফ তো নেই
দুই নাকি তিন ডিগ্রী
কুয়াশাচ্ছন্ন যেদিকে তাকাই
কিবা দিন কিবা রাত্রি !
সহ্য কি হয় শীতের প্রকোপ ?
কর্মসূচি প্রায় স্থগিত !
শীতকালে ভাবি গ্রীষ্ম আসুক
গ্রীষ্মে ভাবি শীত !
——————————-