সুরের ছন্দপতন
——————
         সুপ্রিয়া চৌধুরী
         —————-
তুমি বেঁধেছিলে সাতসুরে
            এক সুরের রাগিণী
তোমার মহাপ্রয়াণে শোকাহত
        অজস্র সঙ্গীত অনুগামী।
গানের জাদুর ছোঁয়ায়
          জাগালে সবার মনপ্রাণ
এবার হলো সেই দীর্ঘ
            স্বর্ণযুগের অবসান।
এ তো শুধু গান ছিল না,-
          ছিল হৃদয়ের অনুভূতি
আবেগে ভরপুর আর
              কত বছরের স্মৃতি।
ভারত রত্নে বিভূষিতা  
            তুমি কোকিল কণ্ঠী
বিশ্ব জুড়ে তোমার মহিমা
         তুমি সাক্ষাৎ মা সরস্বতী।
তোমার গানের সুরে তালে লয়েই
              তোমায় শ্রদ্ধাঞ্জলি
আকাশে বাতাসে মুখরিত হোক্
         গুঞ্জন সুরের ই কেবলি।
————————————————-


আজ কোকিলকণ্ঠী  লতা মুঙ্গেশকরের মৃত্যু বার্ষিকীতে তাঁর প্রতি আমার সামান্য শ্রদ্ধাজ্ঞাপন।