ঠিকানার খোঁজে
———————-
        সুপ্রিয়া চৌধুরী
        —————-
কত কিছু দেখি কত কিছু শিখি
দেখে দেখে তবু ভরে না এ আঁখি
এ জীবন খাটো
বড় আটোসাটো
ছেড়ে ছুড়ে দিয়ে হতে চাই পাখি।


উড়ে উড়ে ঘুরে দেখিবো দুনিয়া
তবেই হয়তো ভরিবে এ হিয়া
হবো যাযাবর
নাহি রবে ডর
হতে বাধা নেই গর-ঠিকানিয়া।


ঠিকানা আমার আকাশের নীল
সবুজ পাহাড় টলমলে ঝিল
নৌকার মাঝি
হতেও যে রাজি
গান গেয়ে ভোলাবো এ বিশ্ব নিখিল।


কখনো যদি আমি হই মহাকাল
কি হবে কে জানে জীবনের হাল
নেই পিছুটান
এগোবার গান
সময়ের সাথে চলে এ অনন্তকাল।
———————————


খাটো~ ছোটো, তুচ্ছ
আটোসাটো~ স্বল্প,
গর-ঠিকানিয়া ~ ঠিকানা বিহীন